সোমবার (২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
জানা যায়, ভোরে খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ,বরিশাল সদর ও মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ৩৯টি ছোট-বড় দোকান।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) অজিয়র রহমান। এ সময় তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় প্রশাসনকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ নির্দেশ দিয়েছেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
এদিকে ব্যবসায়ীদের দাবি পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/আরআইএস/