ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নসিমন চালক নিহতের ঘটনায় মাগুরায় মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
নসিমন চালক নিহতের ঘটনায় মাগুরায় মহাসড়ক অবরোধ

মাগুরা: মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ মোড়ে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে চালক নিহতের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাছে স্থানীয়রা। ঘন্টাব্যাপী চলা এ অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 

মাগুরা ট্রাফিক পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নসিমন চালক কিবলু মোল্ল্যা (৪৫) নিহত হন। তিনি স্থানীয় সনো মোল্ল্যার ছেলে।

তার মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কে ইট ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা পুলিশের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের কর্মকতাদের নিয়ে স্পিড বেকার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।