ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মালয়েশিয়াগামী ৩৫ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২, ২০২০
উখিয়ায় মালয়েশিয়াগামী ৩৫ রোহিঙ্গা আটক রোহিঙ্গা

কক্সবাজার: সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকা থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়। আটক ৩৫ রোহিঙ্গার মধ্যে ছয়জন শিশু, ছয় পুরুষ এবং ২৩ জন নারী রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার বাংলানিউজকে জানান, ইনানীর রেজুখাল সংলগ্ন এলাকা দিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা। গোপন খবরের ভিত্তিতে উখিয়া পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক করা রোহিঙ্গারা এখনো ঘটনাস্থলেই রয়েছে। তাদের থানায় এনে পরিচয় নিশ্চিত করে স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।