সোমবার (২ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়। আটক ৩৫ রোহিঙ্গার মধ্যে ছয়জন শিশু, ছয় পুরুষ এবং ২৩ জন নারী রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার বাংলানিউজকে জানান, ইনানীর রেজুখাল সংলগ্ন এলাকা দিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা। গোপন খবরের ভিত্তিতে উখিয়া পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক করা রোহিঙ্গারা এখনো ঘটনাস্থলেই রয়েছে। তাদের থানায় এনে পরিচয় নিশ্চিত করে স্ব-স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসবি/এএটি