ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে জেলা শহরের লঞ্চঘাট ও গতকাল রোববার (১ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী তকিমুন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে হাঁটতে বের হন তকিমুন্নেছা বেগম।

শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পারাপারের সময় মাটি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি আটক করতে পারলেও চালক পলিয়ে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।  
 
অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপূর গ্রামে মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে আসে সাজ্জাদ। সন্ধ্যায় মামা বাড়ির পাশের সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক সাজ্জাদকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাজ্জাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।