ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে সংঘর্ষে পঞ্চগড়ে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ২, ২০২০
জমি নিয়ে সংঘর্ষে পঞ্চগড়ে চাচার হাতে ভাতিজা খুন

পঞ্চগড়: জমি নিয়ে বিরোধের জেরে পঞ্চগড়ে সংঘর্ষে চাচা নূর মোস্তফার হাতে ভাতিজা রবিউল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) সকালে জেলা সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল একই এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে।

 

আটকরা হলেন- একই পাড়ার সফির উদ্দিনের ছেলে মোস্তফা (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফরিদুল ইসলাম (১৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চার শতক জমি নিয়ে চাচা নূর মোস্তফার সঙ্গে ভাতিজা রবিউলের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে চাচা ও ভাতিজার দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে চাচা মোস্তফার আঘাতে গুরুতর আহত হন রবিউল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা। এ ঘটনায় উভয় পরিবারের ১০ জন আহত হয়েছেন।  

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।