সোমবার (২ মার্চ ) সকালে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পঙ্কজ চরামদ্দি এলাকার নিতাইয়ের ছেলে।
জানা গেছে, উপজেলার ডি সি রোড থেকে চরকাউয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় জাবালেনূর পরিবহন নামে একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পঙ্কজের মৃত্যু হয়। এ সময়ে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/এএটি