ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরবেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মো. মেহেদি হাসান ও আরিফুল ইসলাম।  

মানববন্ধনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীরা বলেন, আমরা চাই প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।  

শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।