ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৯ ট্রাক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ফেনীতে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৯ ট্রাক আটক ফেনীতে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান।

ফেনী: ফেনীর বিভিন্ন স্থানে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

রোববার (০১ মার্চ) দিনগত রাতে পৃথক তিনটি অভিযানে মাটিবহনকারী ৯টি ট্রাক আটক ও এক লাখ দু’ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় মাটি কাটার মহোৎসব শুরু করে একটি চক্র।

প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা লেমুয়া ইউনিয়নে অভিযানে বের হন। তার উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় মাটি বহনে নিয়োজিত দু’টি ট্রাক জব্দ করা হয়। চালকদের লাইসেন্স সঠিক না পাওয়ায় দু’ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ। তিনি মাটি বহনকারী দু’টি ট্রাক জব্দ ও এক লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে রোববার রাতে শর্শদী ইউনিয়নের আবুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি জানান, আবুপুর থেকে পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে মাটি কারবারিরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।