রোববার (০১ মার্চ) দিনগত রাতে পৃথক তিনটি অভিযানে মাটিবহনকারী ৯টি ট্রাক আটক ও এক লাখ দু’ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় মাটি কাটার মহোৎসব শুরু করে একটি চক্র।
একই সময় মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ। তিনি মাটি বহনকারী দু’টি ট্রাক জব্দ ও এক লাখ টাকা জরিমানা করেন।
অপরদিকে রোববার রাতে শর্শদী ইউনিয়নের আবুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. মনিরুজ্জামান। তিনি জানান, আবুপুর থেকে পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযান টের পেয়ে মাটি কারবারিরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসএইচডি/এফএম