সোমবার (০২ মার্চ) সকালে জেলা নির্বাচন কমিশন অফিসের আয়োজনে পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা রাজু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ০২ মার্চ, ২০২০
এডি/এফএম