ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে চেতনায় ৭১ ফটো গ্যালারি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০২০
সোনাইমুড়ীতে চেতনায় ৭১ ফটো গ্যালারি উদ্বোধন

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারি উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের ২য় তলায় জেলা প্রশাসক তন্ময় দাস এ ফটো গ্যালারি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

         

পরে উপজেলার অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন- তরণী কুমার দাস, এ বি এম ফারুক, অংগ্যজাই মারমা, এ কে এম শফিকুর রহমান, মমিনুল ইসলাম বাকের, আ ফ ম বাবুল বাবু, নিজাম উদ্দিন প্রমুখ।  
  
স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটোগ্যালারির ছবি দেখছেন অতিথিরা।  ছবি: বাংলানিউজপ্রধান অতিথির বক্তব্যে তন্ময় দাস বলেন, সোনাইমুড়ী উপজেলায় বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারি তৈরি করার মাধ্যমে পুরো নোয়াখালীতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। একইসঙ্গে এ ফটো গ্যালারির মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও তার কর্ম, ইতিহাস সম্পর্কে জানতে পারবে।  

স্মৃতিপটে বঙ্গবন্ধু ও চেতনায় ৭১ ফটো গ্যালারির মূল উদ্যোক্তা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আমার চেতনায় সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ ও লালন করি। জাতির জনক বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধের কথা চিন্তা করা যায় না। তাই মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় করতে এ ফটো গ্যালারি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।