ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ২, ২০২০
খুলনায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক খুলনায় পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

খুলনা: খুলনায় পাসপোর্ট করতে গিয়ে একরাম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

সোমবার (০২ মার্চ) বিকেল ৩টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে তিনি আটক হন। একরাম উল্লাহ মিয়ানমারের আরাকান রাজ্যের মেরুল্লা এলাকার বাসিন্দা।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান বলেন, একরাম উল্লাহ পাসপোর্ট করতে আসলে রোহিঙ্গা ডাটাবেজে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশে এসেছেন দু’-তিন বছর আগে। খুলনা সদরের রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা যুবক পাসপোর্ট করার জন্য দালালের আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।