সোমবার (০২ মার্চ) বিকেল ৩টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে তিনি আটক হন। একরাম উল্লাহ মিয়ানমারের আরাকান রাজ্যের মেরুল্লা এলাকার বাসিন্দা।
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান বলেন, একরাম উল্লাহ পাসপোর্ট করতে আসলে রোহিঙ্গা ডাটাবেজে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশে এসেছেন দু’-তিন বছর আগে। খুলনা সদরের রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেছিলেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা যুবক পাসপোর্ট করার জন্য দালালের আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমআরএম/এফএম