ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে আগুনে ১৫ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ব‌রিশালে আগুনে ১৫ ঘর পুড়ে ছাই

ব‌রিশাল: বরিশাল নগরের বটতলা এলাকায় আগুনে ১৫টি মতো কাঠের ছোট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বটতলা এলাকার শরীফ বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানা যায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ কেউ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সুনির্দিস্ট তথ্য জানাতে পারেননি কেউ। কাঠের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ১৫টির মতো ঘর পুড়ে যায়। পুড়ে যাওয়া ঘরগুলোতে ভাড়াটিয়ারা বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাংলানিউজকে জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর সাত ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ আনে।

অপরদিকে, ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সহকারী কমিশনার মো. রা‌সেল জানান, ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলা‌দেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।