সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ট দেশ।
বাংলাদেশ-ভারতের উন্নয়ন একসূত্রে বাঁধা উল্লেখ করে শ্রিংলা বলেন, আপনাদের উন্নতি মানেই আমাদের উন্নতি।
দিল্লির সহিংসতা বিষয়ে শ্রিংলা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয় তদন্ত চলছে।
ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক বিচার করলে চলবে না। সামাজিক মাধ্যমে কিছু বিদ্বেষ ছড়ানো হয়েছে। সরকার শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করছে। আশা করি এই পরিস্থিতি দু’দেশের সস্পর্কে প্রভাব ফেলবে না।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জিসিজি/এএ