ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এনআরসি হালনাগাদে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে না: শ্রিংলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
এনআরসি হালনাগাদে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে না: শ্রিংলা 

ঢাকা: ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হালনাগাদের বিষয়ে বাংলাদেশের জনগণের ওপর কোনো প্রভাব থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ট দেশ।

সম্পর্কের বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্ক আগের চেয়েও শক্তিশালী। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকার বন্ধুত্বপূর্ণভাবে সমুদ্রসীমা ও ছিটমহল সমস্যা সমাধান করেছে।  

বাংলাদেশ-ভারতের উন্নয়ন একসূত্রে বাঁধা উল্লেখ করে শ্রিংলা বলেন, আপনাদের উন্নতি মানেই আমাদের উন্নতি।

দিল্লির সহিংসতা বিষয়ে শ্রিংলা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয় তদন্ত চলছে।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক বিচার করলে চলবে না। সামাজিক মাধ্যমে কিছু বিদ্বেষ ছড়ানো হয়েছে। সরকার শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করছে। আশা করি এই পরিস্থিতি দু’দেশের সস্পর্কে প্রভাব ফেলবে না।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।