সোমবার (২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে শিউলিকে হস্তান্তর করা হয়।
শিউলী ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পূর্ব থরাইখানা গ্রামের সুবেদ শেখের মেয়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাঁটাতারের কাছাকাছি বাড়ি হওয়ায় প্রায়ই ভারত থেকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় মামা, খালা ও নানার বাড়িতে বেড়াতে আসতো শিউলি। এরই মধ্যে আপন খালাতো ভাই আজোয়াটারী মিস্ত্রিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল শেখের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই ওই তরুণীর। সেই প্রেমের সম্পর্কের জেরেই গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রুবেলের সঙ্গে ভারত থেকে বাংলাদেশে চলে আসে শিউলি। তারপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ওদিকে মেয়েকে খুঁজে না পেয়ে বিএসএফের কাছে অভিযোগ করেন শিউলির বাবা সুবেদ শেখ। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (০১ মার্চ) সকালে ওই তরুণীকে উদ্ধার করে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাশিপুর বিজিবি ক্যাম্পে একটি চিঠি পাঠায় বিএসএফ। ওই চিঠির ভিত্তিতে তরুণীকে উদ্ধারে রুবেল শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালান কাশিপুর বিজিবি’র সদস্যরা। কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। শেষমেশ সোমবার (২ মার্চ) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফুলবাড়ির গংগারহাট ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাবেক মেম্বার জামাল উদ্দিনের বাড়ি থেকে শিউলিকে উদ্ধার করে বিজিবি।
এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল বাংলানিউজকে জানান, মেয়েটির বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে হওয়ায় প্রায়ই সে বাংলাদেশে নানা ও খালার বাড়িতে আসতো। এতে করে রুবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় সে বাংলাদেশে চলে আসে। পরে তাকে উদ্ধার করে বিজিবি’র মাধ্যমে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিজিবি কর্তৃক স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সোমবার দুপুরে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার তরুণীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফইএস/এইচজে