ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
রাজাপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দু’টি দোকান।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচ ব্যক্তি।

সোমবার (০২ মার্চ) ভোরের এ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

সকালে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদার ঘটনাস্থলে পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।