ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাদক সেবনের অপরাধে একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ফেনীতে মাদক সেবনের অপরাধে একজনের কারাদণ্ড

ফেনী: ফেনীতে মাদক সেবনের অপরাধে মনোয়ার নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকালে জেলা সদর উপজেলাধীন শান্তিধারা আবাসিক রোড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মনোয়ারকে আটক করে একশ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেনসহ অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।