মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে রাজধানীর মিটফোর্ড এবং কলেজগেট এলাকায় একযোগে অভিযান শুরু করে র্যাব। এসব অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ দোকানিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর মিডফোর্ট হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এখন পর্যন্ত মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারের দাম বেশি রাখায় তিনটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে মিরপুর রোডের কলেজগেট এলাকায় ওষুধের দোকানে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-২’র কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, দেশে করোনা ভাইরাস সনাক্তের খবর প্রকাশের পর এ সংক্রান্ত মেডিক্যাল সামগ্রীর চাহিদা বেড়ে গেছে। আর এর সুযোগ নিচ্ছেন অসাধু বিক্রেতারা। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে এসব পণ্য কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন। দোকানে ২০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে দুইশ’ টাকায়।
এসব অভিযোগে চারটি দোকানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পিএম/এবি