মঙ্গলবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে সোহাগ মিয়া নামে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ফোন করে জরুরি পুলিশী সহায়তা চান। তিনি জানান, তার ঢাকা মেট্রো ন-১৩-৯০০৭ মিনি ট্রাকটি ডিম নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল।
তিনি জানান, ছিনতাইকারিরা তার ট্রাকের ড্রাইভার ও হেলপার থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই করা ট্রাকের ড্রাইভার আহমদউল্লাহ (২৬) ভোর সোয়া ৫টায় এক পথচারীর সহায়তায় ফোন করে ট্রাক তাকে ছিনতাইয়ের খবর জানান। তিনি তখন ৯৯৯ এ ফোন করেন। তার ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো রয়েছে এবং তিনি দেখতে পাচ্ছিলেন তার ট্রাকটি তখন সুনামগঞ্জের ছাতক অতিক্রম করছিল।
৯৯৯ তাৎক্ষণিক ভাবে কলারের সঙ্গে ছাতক থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন ফোর্স সহ ট্রাকটি উদ্ধার অভিযানে নামেন এবং কলারের নির্দেশিত পথে ট্রাকটি অনুসরণ করতে থাকেন।
তিনি জানান, সকাল ৯টায় ট্রাকটি সিলেটের বিশ্বনাথ থানাধীন ভাটিপাড়া থেকে রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারিরা ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে ছিনতাই করা মালামাল অন্য ট্রাকে নিয়ে পালিয়ে যায়। মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এফএম