তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন।
দিলীপ কুমার ঘোষ বলেন, বস্তিতে লুজ কানেক্টিভিটি থাকে। এজন্য আগুন দ্রুত ছড়ায়। এখানে কোনো জলাশয় নেই। তাই পানি পেতে হিমশিম খেতে হয়েছে। বাড়ি-ঘর থেকে পানি একটু আনার পরই শেষ হয়ে যায়। এজন্য বাড়ি নির্মাণের সময় পানির স্থায়ী জলাশয় নিশ্চিত করেই ভবন নির্মাণ করা উচিত।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
টিএম/এএ