ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রূপনগর বস্তিতে আগুন: চার সদস্যের তদন্ত কমিটি    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
রূপনগর বস্তিতে আগুন: চার সদস্যের তদন্ত কমিটি    

ঢাকা: রাজধানীর রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ।

তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

 

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন।  

দিলীপ কুমার ঘোষ বলেন, বস্তিতে লুজ কানেক্টিভিটি থাকে। এজন্য আগুন দ্রুত ছড়ায়। এখানে কোনো জলাশয় নেই। তাই পানি পেতে হিমশিম খেতে হয়েছে। বাড়ি-ঘর থেকে পানি একটু আনার পরই শেষ হয়ে যায়। এজন্য বাড়ি নির্মাণের সময় পানির স্থায়ী জলাশয় নিশ্চিত করেই ভবন নির্মাণ করা উচিত।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।