বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার গোপালবাড়ী নল্ল্যাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাইম ওই উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও স্থানীয় মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে বন্ধুর মোটরসাইকেল নিয়ে চালানো সময় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস