ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানে জরিমানা

সিরাজগঞ্জ: বেশি দামে মাস্ক বিক্রির করার অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান।

 

তিনি জানান, করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী মাস্ক ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে শ্যামলীপাড়া এলাকায় ব্যবসায়ীরা অবৈধভাবে মাস্ক মজুদ ও দিগুন দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ১০ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।