বুধবার (১১ মার্চ) ভোরের দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। মঙ্গলবার দিনগত রাতে বনানী কাচাবাজার সংলগ্ন হোটেল সুইটড্রিমের সামনে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন তিনি।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে শেহজাদ। থাকতেন রাজধানীর একটি আবাসিক এলাকায়।
নিহতের চাচাতো বোন ফারজানা আক্তার শারমিন বলেন, ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন শেহজাদ। কয়েকদিন আগে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দুই দিন আগে তিনি ঢাকা ফেরত আসেন। আজ পুলিশের মাধ্যমে খবর পেলাম যে ওনি মারা গেছেন। কারা হত্যা করেছে বা কেন করেছে তা বলতে পারছি না। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। তবে ব্যবসার জন্য কোনো শত্রুতা থাকতেও পারে। তার হার্টের সমস্যাও ছিল।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মোখলেসুর রহমান বলেন, তার দুই হাতের কব্জি ও নাভির নিচে কালো দাগ রয়েছে। রক্তাক্ত ক্ষত রয়েছে ডান হাতের আঙুলে। গতরাতে হোটেল সুইটড্রিমের নিচে অজ্ঞাত ব্যাক্তিদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতিহাতির পর সে ওখানে পড়ে ছিলো। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোর সোয়া ৫টায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এজেডএস/এইচএডি/