বুধবার (১১ মার্চ) দুপুরে মল্লিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত কউতালীর ছেলে আব্দুল কুদ্দুস ও জাহানপুর গ্রামের বাসিন্দা আতোয়ার রহমান।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের স্তুপ করে রাখা মাটি ট্রাক্টরে তুলছিলেন কুদ্দুস ও আতোয়ার সহ পাঁচ শ্রমিক। এ সময় স্তুপ থেকে মাটি ধসে চাপা পড়েন চার শ্রমিক। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে এবং দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাপসাপাতালে পাঠিয়ে দেয়।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক খন্দকার সানাউল হক বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ