ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় শঙ্কামুক্ত তিন নাবিক, জাহাজে কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
মোংলায় শঙ্কামুক্ত তিন নাবিক, জাহাজে কার্যক্রম শুরু

বাগেরহাট: করোনা সন্দেহে মোংলা বন্দরে বিদেশি জাহাজে কোয়ারেন্টাইনে থাকা তিন নাবিক এখন শঙ্কামুক্ত রয়েছেন। ফলে জাহাজের পণ্য খালাসসহ সব কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হয়েছে। 

বুধবার (১১ মার্চ) দুপুরে মোংলা পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ মার্চ রাতে বন্দরে আসা বিদেশি জাহাজ ‘এমভি সেরেনিটাস-এন’ জাহাজের নাবিকদের পরীক্ষা করে তিন জনের শরীরে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা পাওয়া যায়।

আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে জাহাজের কোয়ারেন্টাইনে রাখি। পরে তাদের নিয়মিত মেডিক্যাল চেকআপ করা হয়। বর্তমানে তাদের শরীর সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই জাহাজের পণ্য খালাসসহ স্বাভাবিক কার্যক্রম শুরু করতে জাহাজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থানরত ‘এমভি সেরিনিটাস-এন’ জাহাজে থাকা কয়লা খালাস শুরু করতে বলা হয়েছে। জাহাজে থাকা কয়লা খালাস শেষ হলে তারা বন্দর ত্যাগ করবেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।