বুধবার (১১ মার্চ) দুপুরে মোংলা পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৪ মার্চ রাতে বন্দরে আসা বিদেশি জাহাজ ‘এমভি সেরেনিটাস-এন’ জাহাজের নাবিকদের পরীক্ষা করে তিন জনের শরীরে ১০০ ডিগ্রির উপরে তাপমাত্রা পাওয়া যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থানরত ‘এমভি সেরিনিটাস-এন’ জাহাজে থাকা কয়লা খালাস শুরু করতে বলা হয়েছে। জাহাজে থাকা কয়লা খালাস শেষ হলে তারা বন্দর ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ