ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
গোপালগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্য টেম্পারিং করে বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ঘাঘর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, দুপুরে উপজেলার ঘাঘর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মূল্য টেম্পারিং করে বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স কোটালিপাড়া ড্রাগ সেন্টারকে ৫ হাজার, মেসার্স মা মেডিক্যাল হলকে ৩ হাজার টাকা ও মেসার্স শান্তি ফার্মাসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধ নষ্ট করা হয়।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।