বুধবার (১১ মার্চ) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইউসুফ (৩৭) নামের ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে। ইউসুপ মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের শামসুল হকের ছেলে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বাংলানিউজকে জানান, আমি ঘটনাস্থলেই আছি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটন করা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসবি/এইচজে