ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে রাজধানীর উত্তরায় মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে উত্তরার বিভিন্ন সেক্টরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ জরুরি পণ্যের দাম বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও দাম টেম্পরিং করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে ময়না ফার্মেসি নামের এক ওষুধের দোকানের মালিককে ভোক্তা সংরক্ষণ আইনের ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসময় অন্যান্য দোকানদারদের সঠিক দামে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।  

পাশাপাশি সেক্টর ৭ ও ৯ এ প্রায় ৫০টি অবৈধ দোকান অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০ 
ইএআর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।