ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা: যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদকদের এই সংসগঠন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।  

এতে বলা হয়, পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখরের মানহানি হয়েছে বলে অভিযোগ করে এ মামলা করেছেন তিনি।

অথচ খবরে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রতি কোনো ইঙ্গিতও করা হয়নি।  

বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ এটা বুঝতে অক্ষম যে, কী কারণে এমপি সাইফুজ্জামান শিখর মানহানি বোধ করলেন, যেখানে প্রকাশিত ওই রিপোর্টে দৃশ্যত তার নাম অথবা কোনো সংশ্লিষ্টতার উল্লেখ করা হয়নি। অজ্ঞাত ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা করেছে, তার দায় কোনোভাবে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদকের ওপর বর্তায় না।  

মিডিয়া ও সাংবাদিকদের ভীতি প্রদর্শন ও হয়রানি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে বলে মনে করে না সম্পাদক পরিষদ। এ ধরনের ব্যবহারের কারণেই সম্পাদক পরিষদ শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করে আসছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।