বুধবার (১১ মার্চ) সিলেটের ওসমানীনগর ও তাজপুর বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
এদিকে, অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে নগরের সুবিদবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একই অভিযোগে ফ্রেন্ডস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও টুকেরবাজার এলাকার পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দু’টি অভিযানে সহায়তা করে সিলেট জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
এছাড়া অভিযানে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এনইউ/ওএইচ/