বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।
সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন বলেন, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সকাল-সন্ধ্যা আমাদের অবস্থান কর্মসুচি চলবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাহিউদ্দিন মাহি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ীকরণ হয়নি। অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেওয়া হোক। মুজিববর্ষকে সামনে রেখে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমআই/এবি