বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন রমেশ চন্দ্র সেন।
বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মো. ফরিদুল হক খান এবং সালমা চৌধুরী অংশগ্রহণ করেন।
বৈঠকে ডেল্টা প্ল্যানের অধীনে খনন করা নদীর বালু/মাটি নিরাপদ দূরত্বে রাখার জন্য এবং গুরুত্ব বিবেচনায় গাড়ি চালকের পদগুলো স্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
কমিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়নের সুপারিশও করে।
বৈঠকে ডেল্টা প্ল্যানের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার যেসব নদী খনন করা হচ্ছে, সেগুলো এবং খনন কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসকে/টিএ