বুধবার (১১ মার্চ) বিকেলে পঞ্চগড় সদর থানা সংলগ্ন করতোয়া নদীতে মর্টার শেলটি ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট সিগমা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা পঞ্চগড়ে যুদ্ধের সময় অব্যবহৃত পাকিস্তানি মর্টার শেলটি ধ্বংস করে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বাংলানিউজকে জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানায় সংরক্ষণ করা হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেলটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে সেনাবাহিনী মর্টার শেলটি ধ্বংস করে।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের বোম ডিসপোজাল ইউনিটের লেফটেন্যান্ট সিগমা আক্তার বাংলানিউজকে জানান, মর্টার শেলটি পাকিস্তানের তৈরি। ৬৫ সালে এটি প্রস্তুতকৃত। মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি ব্যবহার করা হয়নি। যে কারণে এটি সচল ছিল। এর ওজন ছিল ১০ কেজি। আদালতের আদেশে আজ এটি ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ