ফাহাদ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) কনটেইনার বহনকারী গাড়ির হেল্পার ছিলেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুগদা থানার উপ-পরিদশর্ক (এসআই) ফয়সাল মুন্সি বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মুগদা বিশ্বরোড টিটিপাড়া এলাকায় রাস্তার মোড় ঘুরানোর সময় গাড়ির ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান ফাহাদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। এছাড়া গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এজেডএস/ওএইচ/