ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
রাজধানীতে ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ ভেজালবিরোধী অভিযান

ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আটটি গোডাউন থেকে প্রায় পাঁচ কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টায় অভিযান শুরু হয়ে শেষ হয় মধ্যরাতে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

অভিযানে সহযোগিতা করে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে বাবু (৩৪) নামে ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিটফোর্ড এলাকায় নকল ওষুধের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনগুলোতে ৫৩ ধরনের নকল ওষুধ পাওয়া গেছে। আটটি গোডাউনে থেকে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আমরা চাই নকল ওষুধ বিক্রি বন্ধ হোক। যারা নকল ওষুধ মজুদ করেছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।