ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা, হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনা, হেলপার নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২০) পিকআপ ভ্যানের এক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন।     

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে নওগাঁগামী পিকআপ ভ্যানটি সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

তাৎক্ষণিক অপর একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপ হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।  নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।