ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

২ বাস কাড়লো অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
২ বাস কাড়লো অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রাণ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও পাঞ্জাবি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৭টায় মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সকালে তিব্বত চ্যানেল আইয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দু’টি বাসের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বাস দু’টি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।