বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের দক্ষিণঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০) ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪০)।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাদ বাংলানিউজকে জানান, সকালে দক্ষিণ ঘাগড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই তিন নারী পথচারীকে চাপা দেয় মালবোঝাই একটি ভটভটি। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও একজন আহন হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ঘাতক ভটভটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসআরএস