ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রাক ও টমটমের মধ্যে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর এলাকার হাবিব মিয়ার ছেলে রাকিব (১৯), একই এলাকার নিধু মিয়ার ছেলে নুর আমিন (১৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার মতলবপুর এলাকার আবু কালামের ছেলে নয়ন (২০)।

স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল করে তিনজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় ট্রাক ও টমটমের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল আরোহী রাকিব, নুর আমিন ও নয়ন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার থানায় নিয়ে যায়।  

বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।