ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণের সুপারিশ

ঢাকা: দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম অংশগ্রহণ করেন।  

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অতিসত্ত্বর শিশু অধিদপ্তর নামে একটি নতুন অধিদপ্তর গঠনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।   

দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে (১০-২০ বছর) বাংলাদেশের সব মানুষকে ডিএনএ ডাটাবেজে অন্তর্ভুক্ত করার কাজটি দ্রুতগতিতে সম্পন্ন করার বিষয়েও সুপারিশ করা হয় বৈঠকে।

এছাড়া বৈঠকে কিশোর-কিশোরী ক্লাবগুলোতে সঠিকভাবে তাদের জন্য প্রাপ্য সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এক নম্বর সাব-কমিটি (কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ কার্যক্রমকে কীভাবে আরও গতিশীল ও ফলপ্রসূ করা যায়) এবং দুই নম্বর সাব-কমিটির (ডিএনএ ল্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণ এবং শিশু একাডেমি আইন বাস্তবায়ন ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ) রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।