ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে বরিশাল শহরে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে শহরের কাউনিয়া ও হাসপাতাল রোড এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়।  

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে শিল্পী বেকারিকে পাঁচ হাজার টাকা, ভাগ্য লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা ও বাসুর মিষ্টির দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকা না থাকায় শওকত স্টোরকে দেড় হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ লাচ্ছি বিক্রি বা বিক্রির প্রস্তাব করায় মুন্নি জেনারেল স্টোরকে তিন হাজার টাকা এবং বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রি মূল্য না থাকায় বধূয়া জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।