ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কাওছার বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়া-তেঁতুলতলা শাখা সড়কের তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাওছার বেগম কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন দেওভাণ্ডার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

তিনি পরিবার নিয়ে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বাংলানিউজকে জানান, সকালে কাওছার বেগম তেঁতুলতলা এলাকার বাসা থেকে হেঁটে একই এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন। পথে তেঁতুলতলার তিন রাস্তার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ঘাতক মোটরসাইকেলটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।