ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

১৩ মার্চ থেকে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেবে না ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
১৩ মার্চ থেকে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেবে না ভারত

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৩ মার্চ থেকে নতুন করে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, কভিড-১৯ রোগের বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার দেশটিতে ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে।

১২ মার্চ বা তার আগে ভারতীয় হাই কমিশন বা সহকারী হাই কমিশনসমূহ দ্বারা প্রদত্ত সমস্ত বৈধ ভিসা ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। আর ১৩ মার্চ থেকে কোনো নতুন ভিসা দেওয়া হবে না।

এর আগে শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সব ভিসা ১৩ মার্চ রাত ১২টা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটি।

আরও পড়ুন>> বিশ্বব্যাপী ভিসা স্থগিত করলো ভারত

এ সময়ের মধ্যে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
টিসি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।