বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরতলীর লালপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাঠে ঘাস চরছিল একটি ষাঁড়।
পুলিশ জানায়, গরুটি শহরতলীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদেরের।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ খবর পায় অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে। ওই সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য লালপুল এলাকায় অভিযান চালায়, এসময় জনগণের সহায়তায় প্রাইভেট কারসহ দু'জনকে আটক করে। আসামীদের অপর দু'জন পালিয়ে যায়।
আটকরা হলেন, সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকার সোহেল রানা (২৫), সোনাগাজীর সোনাপুর কোম্পানী বাজার এলাকার নুরুল আফসার (৩০)।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসএইচডি/এইচজে