বৃহস্পতিবার (১২ মার্চ) দৈনিক সমকাল কার্যালয়ে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’ শীর্ষক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। স্পিকার এসময় সিগন্যাচার প্লেটে স্বাক্ষরের মধ্য দিয়ে নকল পণ্যের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযানের সূচনা করেন।
স্পিকার বলেন, বর্তমানে ভেজাল পণ্যের কারণে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি খাদ্য, প্রসাধনী, ওষুধসহ সব ক্ষেত্রে দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়াতে হবে। সবাইকে ভেজাল পণ্য সরবরাহ থেকে বিরত ও কেনা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান স্পিকার।
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমান, র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোবাকোর চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং জেসমিন জামান, এসিআই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আমেরিকান চেম্বার্স অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাদাত হোসেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, বিএসটিআই পরিচালক সাজ্জাদুল বারি, জেসিআই ঢাকা নর্থের সহসভাপতি নাহিদা আক্তার নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসকে/এফএম