বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের টগরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র নাঈম জেলার ইন্দুরকানী উপজেলা সদরের সরকারী ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী শেখ মারুফুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজছাত্র নাঈম দুপুরে নিজের মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে ইন্দুরকানী যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের টগরার মোড় এলাকায় মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি