বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার মন্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত লিটন মিয়া কুড়িগ্রাম পুরাতন রেলস্টেশন নীমবাড়ি এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, লালমনিরহাট রংপুর মহাসড়কের মন্ডলেরহাট এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোটরসাইকেলের উপর বসেছিলেন লিটন মিয়া। এ সময় লালমনিরহাটগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে দুই আরোহীসহ লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকী দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি