ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সরকার উন্নয়নমূলক কাজ করতে উন্মুখ: পরিকল্পনা মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
সরকার উন্নয়নমূলক কাজ করতে উন্মুখ: পরিকল্পনা মন্ত্রী রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ বিষয়ক সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রাজশাহী: উন্নয়নমূলক কাজ করার জন্য সরকার উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমাদের অর্থের সমস্যা নেই। যে সমস্যাটুকু রয়েছে তা ব্যবস্থাপনার। এখানে আমাদের এখনো অনেক কিছু করার আছে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘রাজশাহীর অনেক ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য আরও সুদৃঢ় করার জন্য আমরা বদ্ধপরিকর। সম্প্রতি একনেকে প্রায় তিন হাজার কোটি টাকা রাজশাহীর উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘জনসম্পদ দেশের একটি বড় সম্পদ। দেশের উন্নয়নের স্বার্থে একটি সঠিক জনশুমারি প্রয়োজন। ঐতিহ্য অনুযায়ী প্রতি ১০ বছর পর পর একটি জনশুমারি করা হয়। আমাদের মধ্যে এমন প্রযুক্তি আসছে যার ফলে ভবিষ্যতে শুমারি অতি সহজ হবে। আসন্ন শুমারিতে যারা মাঠ পর্যায়ে কর্মী হিসেবে কাজ করবে তাদের সম্মানী চারগুণ করা হয়েছে। আশা করি, সবার সহযোগিতায় ২০২১ সালের জনশুমারির কাজ করা সম্ভব হবে। ’

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘২০২১ সালের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা আগামী ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হবে। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে জনশুমারি সপ্তাহ পালিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ ১৭ মার্চ ২০২০ থেকে শুমারির ক্ষণগণনা শুরু হবে। শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে সম্মতি দিয়েছেন। ’

তিনি বলেন, ‘প্রথমবারের মতো মূল শুমারির পূর্বে লিস্টিং অপারেশন পরিকল্পনা করা হবে। লিস্টিং অপারেশনের সময় প্রতিটি খানার জন্য একটি ইউনিক হাউজহোল্ড আইডি দেওয়া হবে। ’

‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের পরিচালক মো. জাহিদুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে জনশুমারী ২০২১ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ রাজশাহীর বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগের অন্য জেলাগুলোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।