বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে হাউজিং এলাকার ভেতরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম জেলার উজিরপুর উপজেলার আতাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে হাউজিং এলাকার ভেতরে একটি বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন সেলিম। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/আরবি/