ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিশেষ পর্যবেক্ষণে ৪ চীনা নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
গোবিন্দগঞ্জে বিশেষ পর্যবেক্ষণে ৪ চীনা নাগরিক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেন উন্নতিকরণ কাজে নিয়োজিত চার চীনা নাগরিককে বিশেষ নজরদারিতে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, গোবিন্দগঞ্জের কাটাখালি বালুয়ার ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন উন্নতিকরণ কাজে নিয়োজিত চারজন চীনা নাগরিক সম্প্রতি বাংলাদেশে এসেছেন।

তাদের শরীরে করোনা ভাইরাস আছে কী না তা জানতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ নিয়মিত পরির্দশন করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের (জিডিএইচ) কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।