ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ট্রাক চালকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ট্রাক চালকের ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চালভর্তি একটি ট্রাকে করে এক হাজার ২১০ বোতল ফেনসিডিল চোরাচালানের অপরাধে কাজল (৩১) নামে এক ট্রাক চালকের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল-২। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ট্রাক চালকের সহকারী সুমনকে (২৬) বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক কাজল জেলার শিবগঞ্জ উপজেলার বাটাগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। খালাসপ্রাপ্ত সহকারী সুমন একই উপজেলার চামারহাট ওমরপুর গ্রামের তাজমুল হকের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড় এলাকায় গোমস্তাপুর-রহনপুর সড়কের উপর চালভর্তি একটি ট্রাক আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। ট্রাকটি তল্লাশি করে বস্তা বোঝাই এক হাজার ২১০ বোতল ফেনসিডিলসহ চালক কাজলকে গ্রেফতার করে পুলিশ। তবে চালকের সহকারী সুমনকে ঘটনাস্থলে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ওই রাতেই গোমস্তাপুর থানায় ট্রাক চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা করেন গোমস্তাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোমেনুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চালক সহকারী দুজনকেই অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশিট দাখিল করেন। সাতজনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।